পহেলা জুন থেকে আগামী ২৯শে জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেনীকক্ষে পাঠদান বন্ধ থাকবে বিষয়টি সম্পূর্ণ গুজব। বেশকিছু দিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এ এসব ভুয়া ও গুজব তথ্য ছড়িয়ে দিচ্ছে এক শ্রেনীর মানুষ। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের নজরে এলে তারা এটিকে গুজব বলে আখ্যায়িত করেন। জানা যায় কতিপয় অসাধু কিছু ব্যাক্তি প্রায়ই নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসমস্ত গুজব অনলাইনে ছড়িয়ে দেন। যা দেখে বিভ্রান্ত হয়ে পড়েন সাধারণ জনগন। কর্মকর্তারা বলেন মাঙ্কিপক্স সংক্রমণ ঠেকাতে এমন কোনো নির্দেশনা এলে তা সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের রেশ না কাটতেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স নামক এই ভাইরাস। দেশে দেশে এই ভাইরাস অতি দ্রুত ছড়িয়ে যাওয়ায় এ নিয়ে আতঙ্কিত বাংলাদেশী প্রবাসীরাও।
0 মন্তব্যসমূহ