যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘বিচ হাউজ’ এর উড্ডয়ন নিষিদ্ধ আকাশ সীমার উপর দিয়ে একটি প্রাইভেট বিমান উড়ে যাওয়ার পর তাকে এবং ফার্স্টলেডি জিল বাইডেনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি নিরাপদে আছেন। সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।
কর্মকর্তারা জানান, শনিবার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে অবকাশ যাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রী তথা দেশটির ফাস্টলেডি সেখানে অবস্থান করছিলেন। বিচ হাউজটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০কিলোমিটার পূর্বে অবস্থিত।
বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে পরে তাদের বাসভবনে ফিরিয়ে আনা হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকা ‘সিক্রেট সার্ভিস’ জানিয়েছে, বিমানটি ভুলবশত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে সেটিকে বের করে দেওয়া হয়।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, সেই পাইলটের সঠিক রেডিও চ্যানেলে ছিলেন না এবং তিনি প্রকাশিত ফ্লাইট নির্দেশিকা অনুসরণ করছিলেন না।।
0 মন্তব্যসমূহ