আগামী ৮ই জুন ২০২২ বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে!
গত ১২ মে "কাতার বিশ্বকাপ ২০২২" এর ট্রফি উন্মোচনের মদ্য দিয়ে শুরু হয়েছে এই সফর কার্যক্রম। সে ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণ করবে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের ট্রফি।
বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকরা ছবি তুলতে পারবেন এই ট্রফির সাথে। ট্রফিটি গণভবন হয়ে বঙ্গভবনে যাবে সেখান থেকে ঢাকা "Army Stadium" এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শন করা হবে এটি।
উল্লেখ্য, ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ২০১৪ বিশ্বকাপের আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসে ট্রফিটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ট্রফি সফরের কমার্শিয়াল পার্টনার কোকাকোলা।
২০১৩ সালে কোকাকোলার কল্যানে বাংলাদেশে এসেছিলো ট্রফিটি। সেবার সফরকাল ছিলো ৩ দিন।
এবার মোট ৫১ টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি।
0 মন্তব্যসমূহ