বিজ্ঞাপন

Responsive Advertisement

"গনতন্ত্র মঞ্চ" আত্নপ্রকাশের লক্ষ্যে ৭ দলের ঐক্যমত!!

'গণতন্ত্র মঞ্চ' আত্মপ্রকাশের লক্ষ্যে ৭ টি দলের ঐকমত্য। আজ জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন -এই সাতটি রাজনৈতিক দলের একটি সমন্বয় সভা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব-এর উত্তরার বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৭ দলের এই যৌথ রাজনৈতিক উদ্যোগকে 'গণতন্ত্র মঞ্চ' হিসেবে আত্মপ্রকাশের লক্ষে ঐক্যমত্য পোষণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যথাসম্ভব স্বল্পতম সময়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এই মঞ্চ আত্মপ্রকাশ করবে। সভায় একই সাথে বর্তমান ফ্যাসিবাদী দূঃশাসন মোকাবেলায় গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ভিত্তি ও কর্মসূচিসমূহ চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, রফিকুল ইসলাম বাবলু, অ্যাড. হাসনাত কাইয়ুম, জোনায়েদ সাকি, নুরুল হক নুর সহ ৭-দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। #গণতন্ত্র_মঞ্চ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ