আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ওমরাহ ভিসা
ওমরাহযাত্রীদের জন্য বৈদ্যুতিন ভিসা চালু করেছে সৌদি আরব। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৩ জুন) দেশটির হজমন্ত্রী তওফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এমন তথ্য দিয়েছেন।
সৌদির দৈনিক ওকাজ পত্রিকা বলছে, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যু হয়ে যাবে। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। যারা ওমরাহ পালন করতে উপসাগরীয় দেশটিতে সফর করবেন, তাদের কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না।
কোনো ধরনের বাধা ছাড়াই তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।
এছাড়া আবাসন ও পরিবহন সুবিধা পেতেও ওমরাহযাত্রীদের সহায়তা করবে অ্যাপটি। আল-রাবিয়াহ বলেন, হজ ও ওমরাহ সেবা আরও সহজ করতে কাজ করছে সৌদি আরব। রূপকল্প-২০৩০ সামনে রেখে তারা দ্রুত গতিতে কাজ করছে।
চলতি বছরে ১০ লাখ মানুষ হজে অংশে নেবেন। এদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার অর্থাৎ ৮৫ শতাংশই বিদেশি। আর দেড়লাখ সৌদির নাগরিক অংশ নেবেন হজে।
0 মন্তব্যসমূহ